শ্রীলঙ্কার শতাধিক শহরে সিগারেট বিক্রি বন্ধ
প্রকাশিত : ১৬:১৬, ২৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:২১, ২৩ আগস্ট ২০১৮
দেশকে তামাকমুক্ত করার লক্ষে শ্রীলঙ্কার শতাধিক শহরে সিগারেট বিক্রি বর্জন করা হয়েছে। গত বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য নিশ্চিত করেছে।
এ ব্যাপারে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দেশ জুড়ে বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা। ফলে বিভিন্ন শহরের দোকানদার ও ব্যবসায়ীরা সিগারেট বিক্রি বন্ধ ঘোষণা করে।
বার্তা সংস্থা সিনহুয়ার সংবাদে বলা হয়, দেশটির জাফনার ২২টি শহর, মাতারার ১৭টি এবং কুরিনগালার ১৬টি শহরে সিগারেট বিক্রি বন্ধ আছে।
এছাড়া আরো ১০৭টি শহরে সিগারেট বিক্রি বর্জন করা হয়েছে। এবিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনেরাত্নে জানান, ২০১৯ সালের মধ্যে ২০০ শহর এ কার্যক্রমের আওতায় আনা হবে।
তথ্যসূত্র: এনডিটিভি।
টিআর/
আরও পড়ুন