ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো ছিল ওয়াশিংটনের ভুল সিদ্ধান্ত: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ২৩ আগস্ট ২০১৮

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানো যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো ওয়াশিংটনের উচিৎ হয়নি এবং এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি বড় ভুল।

সার্বক্ষণিকভাবে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে ট্রাম্প জানান, এই দুই অঞ্চলের ব্যাপারে মার্কিন নীতিতে পরিবর্তন আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ট্রাম্প বলেন, গত ১৭ বছরে মধ্যপাচ্যে আমাদের খরচ হয়েছে সাত ট্রিলিয়ন ডলার। তবে এ অর্থ খরচ করেও মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ওয়াশিংটন কিছুই পায়নি।

তার আগের প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে সমালোচনা করলেও তিনি নিজেও উত্তর কোরিয়া ও ইরানের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে তিন কোটি ৬০ লাখ ডলার অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছেন।

মধ্যপ্রাচ্য কেন্দ্রীক দেশটির সাত ট্রিলিয়ন ডলার খরচ করা হয়েছে বলা হলেও প্রকৃতপক্ষে এর সংখ্যাটা অনেক বেশি।

 

সূত্র: রয়টার্স।

 

এমএইচ/ এসএইচ/   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি