ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভেনেজুয়েলায় ভূমিকম্প, সুনামির সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ২৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। হঠাত কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি। ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল ভেনেজুয়েলা উপকূল থেকে ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১২৩ কিলোমিটার গভীরে।

জানা গিয়েছে, গ্রানাডা, ত্রিনিদাদ ও টোবাগোসহ সংশ্লিষ্ট উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উপকেন্দ্রের প্রায় ২০০ মাইলের মধ্যে সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, প্রথম কম্পনের পর পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে হাজারো মানুষ। সতর্কতা হিসেবে বহুতল ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। চলতি মাসেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ার লম্বকে প্রাণ যায় সাড়ে ৪০০ মানুষের। ১৩ হাজারের বেশি বাড়ি ভেঙে পড়ে। আশ্রয়হীন হন হাজারও মানুষ।

 

সূত্র: দ্য ফিন্যান্সিয়াল টাইমস

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি