৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পেরু সীমান্তে
প্রকাশিত : ২৩:৩৭, ২৪ আগস্ট ২০১৮
পেরু-ব্রাজিল-বলিভিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল প্রায় ৭.১। তবে ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব-জরিপ বিভাগ জানায় , শুক্রবার ভোর ৪টা ৪ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়। যার গভীরতা ছিল অন্তত ৬১০ কিলোমিটার। পেরুর পুকাল্পা শহরে পর পর দু`টি কম্পন অনুভূত হয়।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল ৬০৯ কিলোমিটার। ভূমিকম্পের সূত্রপাত ছিল পেরুর গ্রাম ইনাপারি থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে এবং বলিভিয়ার শহর কোবিজা থেকে ২২৬ কিলোমিটার পশ্চিমে।
সূত্র: সিডনি মরনিং হেরাল্ড
এমজে/
আরও পড়ুন