ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ফেসবুক-টুইটারের মাধ্যমে বিজেপি মোকাবিলার নির্দেশ মমতার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ২৮ আগস্ট ২০১৮

‘মাঠে ময়দানে’ বিজেপিকে মোকাবিলা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মেয়ো রোডের সভামঞ্চে দাঁড়িয়ে মমতা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-যুবদের "ভালো করে ফেসবুক-টুইটার" করার নির্দেশ দিলেন।   

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন মেয়ো রোডে সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা রাখতে উঠে প্রথমে ছাত্রছাত্রীদের নিজেদের দায়িত্বের কথা স্মরণ করান মমতা। টাকার পিছনে ছোটা নয়, কাজকেই জীবনের মূলমন্ত্র করার নির্দেশ দেন তিনি। ছাত্র পরিষদের অন্দরে গোষ্ঠীকোন্দলের বিরুদ্ধে কড়া বার্তা দেন দলনেত্রী। এরপরই ছাত্রপরিষদের সভামঞ্চ থেকে বিজেপিকে একহাত নেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে কড়া আক্রমণ শানান।

জাতীয় রাজনীতিতে সাম্প্রতিককালে সবচেয়ে চর্চিত এনআরসি নিয়ে জবাব দেওয়ার জন্যও এদিনের মঞ্চকে বেছে নিয়েছিলেন মমতা। আসামে জাতীয় নাগরিক পঞ্জির খসড়ায় বাদ পড়ে ৪০ লাখ বাঙালির নাম। যা নিয়ে তীব্র ধিক্কার জানায় তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ আন্দোলনে নামে। পাল্টা থেমে থাকেনি বিজেপিও। বাংলায় নাগরিক পঞ্জির দাবিতে পথে নামে বিজেপি। বাংলা থেকে অনু্প্রবেশকারীদের হঠাতে নাগরিকপঞ্জির দাবি জানায় বিজেপি নেতৃত্ব।

এদিন বাংলায় জাতীয় নাগরিক পঞ্জির তীব্র বিরোধিতা করে বিজেপির উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, "এখানে বাঘের বাচ্চারা বসে আছে।" তাই বাংলায় বিজেপির এসব অভিসন্ধি খাটবে না।

শুধু এনআরসি ইস্যু নয়। ব্যাঙ্ক জালিয়াতি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, টাকার দামের পতন, নোট বাতিল প্রভৃতি বিভিন্ন ইস্যুতে এদিন কেন্দ্রকে একহাত নেন মমতা। তোপ দাগেন, সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার করছে বিজেপি। বিভিন্ন ঘটনায় মানুষকে বিভ্রান্ত করছে। মানুষকে সত্যিটা জানতে দেওয়া হচ্ছে না। সত্যিটা মানুষের সামনে তুলে ধরার জন্য এরপরই তিনি ছাত্র-যুবদের বেশি করে ফেসবুক-টুইটার করার নির্দেশ দেন।

বলেন, "একটা বাজে কথা বললে ১০টা জবাব দেবে। এমন জবাব দেবে, যাতে লেজ গুটিয়ে পালায়।" একইসঙ্গে, স্থানীয় পুলিস প্রশাসনের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচিতেও ছাত্র-যুবদের অংশ নেওয়ার পরামর্শ দেন দলনেত্রী। জিনিউজ

এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি