ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইংল্যান্ডে বাড়ছে গৃহহীনের সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ২৯ আগস্ট ২০১৮

ঘরহীন লোকের সংখ্যা কি এশিয়া, আফ্রিকাতেই বেশি? ধারণা করা হচ্ছে, বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাজ্যে বসত-ভিটাহীন মানুষের সংখ্যা সাম্প্রতিক সময়ে কয়েক গুণ বেড়েছে৷

বাড়ছে গৃহহীনদের সংখ্যা

‘চ্যারিটি শেল্টার’ নামে একটি সংস্থা জানিয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয়হীন মানুষের সংখ্যা প্রায় তিন লক্ষ৷ ২০১০ সালে দেশটিতে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসার পর থেকে গৃহহীনদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে৷

দেশজুড়ে গৃহহীন
শুধু লন্ডনেই নয়, সারা দেশজুড়েই দেখা যায় গৃহহীন মানুষ৷ তাঁরা রাস্তায় রাত কাটান৷২০১১ সালের তুলনায় ইংল্যান্ড জুড়ে জরুরি কেন্দ্রে আশ্রয় নেয়া লোকের সংখ্যা বেড়েছে শতকরা ৬০ ভাগ৷ আর এ সময়ের মধ্যে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে অর্ধেকেরও বেশি৷

সাহায্য অপ্রতুল
দেশটির অনেক শহরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গৃহহীনদের সহায়তায় আগামী তিন বছরের জন্য ৭৯ দশমিক ৯ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে সরকার৷ তবে দেশটিতে ঘরহীন মানুষের সংখ্যার তুলনায় এ সাহায্য যথেষ্ট নয় বলে মনে করেন শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গৃহহীন বিষয়ক গবেষক জন ডিন৷

সরকারের কঠোর নিয়মই দায়ী
জনগনের জন্য সরকারের দেয়া সমাজকল্যাণ ও গৃহসুবিধা কমিয়ে আনা নীতির কারণেই দেশটিতে গৃহহীনদের সংখ্যা বাড়ছে বলে মনে করেন জন ডিন৷পাশাপাশি সরকারের দেয়া গৃহভর্তুকির তুলনায় দেশটির বিভিন্ন রাজ্যে বাসা ভাড়া অনেক বেশি৷ বাসা ভাড়ার এ বাড়তি ব্যায় মেটাতে না পেরে অনেকেই রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলে মনে করে ‘চ্যারিটি শেল্টার’ নামে সংস্থাটি৷

সূত্র: ডয়েচে ভেলে
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি