গাড়ির পর বিমানের ককপিটেও নারী
প্রকাশিত : ২২:১৩, ২৯ আগস্ট ২০১৮
এইতো কিছুদিন আগে গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন সৌদি নারীরা। এর রেশ কাটতে না কাটতেই এবার বিমান চালানোরও অনুমতি পেয়েছেন দেশটির নারীরা। এরইমধ্যে ৫ নারীকে পাইলট হিসেবে কাজ করার অনুমতি দিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা (জিএসিএ)।
মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের জেনারেল অথরিটি (জিএসিএ) ওই পাঁচ নারীকে লাইসেন্স প্রদান করেছে। বিমান পরিবহন খাতে সৌদি নারীদের ক্ষমতায়নের অংশ হিসেবে সৌদি বিমান সংস্থা (জিএসিএ) এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি সৌদি বিমান সংস্থায় বিপুল সংখ্যক নারী কর্মকর্তা যোগ দিয়েছেন যারা কারিগরি সেবা প্রদান করবেন।
সূত্র: সৌদি গেজেট
এমজে/
আরও পড়ুন