ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘উ. কোরিয়ায় গোপনে অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার স্থানীয় মিত্ররা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে গোপন অভিযানের পরিকল্পনা করছে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অভিযোগ করেছে। উত্তর কোরিয়ার প্রতি আমেরিকার বৈরিতার কথা উল্লেখ করে এ অভিযোগ করা হয়েছে।  

কেসিএনএ`র খবরে বলা হয়েছে, জাপান, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ায় গোপন প্রশিক্ষণের জন্য মার্কিন সেনা মোতায়েনের মধ্য দিয়ে এ বিষয়টি স্পষ্ট হয়ে গেছে।

উত্তর কোরিয়ার লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে এ গোপন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়।

এদিকে সংলাপের আড়ালে গোপন অভিযানের এ পরিকল্পনার প্রতি পিয়ংইয়ং গভীর নজর রাখছে। পাশাপাশি প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থাও নেওয়ার জন্য পিয়ংইয়ং প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে আলোচনার আগে পিয়ংইয়ং কঠোর ভাষায় ওয়াশিংটনের সমালোচনা করেছে। আজ (শুক্রবার) প্রায় একই ভাষায় মার্কিনবিরোধী অভিযোগ তুলে ধরেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ।  

সূত্র: পার্সটুডে 

এমএইচ/এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি