ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের সিদ্ধান্ত ফিলিস্তিনের ওপর আঘাত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:১২, ১ সেপ্টেম্বর ২০১৮

জাতিসংঘের অর্থ তহবিলে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা বন্ধের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। দেশটির শরণার্থীদের দেওয়া জাতিসংঘের তহবিলে সব ধরণের অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই দেশটির কর্মকর্তারা এমন প্রতিক্রিয়া দেখিয়েছে।

জাতিসংঘের ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে রয়েছে। তবে সম্প্রতি দেশটি জানিয়েছে, জাতিসংঘের ওই তহবিল ত্রাণ সহায়তা দেওয়ার চেয়ে সন্ত্রাসীদের (ফিলিস্তিনিদের) সহায়তা করছে বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জেরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ স্বয়ং ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা।

এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে সমর্থন জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। এদিকে জাতসংঘের ত্রাণ তহবিল সংস্থা (আনরাওয়া) জানিয়ছে, তারা গাজা, পশ্চিম তীর, সিরিয়া, জর্ডান এবং লেবাননে ৫০ লাখ লোককে ত্রাণ ও অর্থ সহায়তা দিয়ে আসছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি