ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এরদোগানের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ওপর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে আটক মার্কিন ধর্মযাজক এন্ড্রু ব্রানসনকে মুক্তি না দেওয়ায় বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ ক্ষোভ প্রকাশ করেন।

গত বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এন্ড্রু ব্রানসনকে মুক্তি দেওয়ার আহ্বানের গুরুত্ব না দেওয়ায় আমি এরদোগানের ওপর আমি ব্যক্তিগতভাবে খুবই ক্ষুব্ধ ও আশাহত।

এন্ড্রু ব্রানসনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ছিলেন আমার হৃদয়ের কাছাকাছি একজন মানুষ। আমি ব্রানসনের জন্য আরেকজনকে ছাড়িয়ে দিতে সাহায্য করেছিলাম।

প্রসঙ্গত, ইসরাইলে আটক তুর্কি নাগরিককে মুক্তি দিতে সাহায্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তাই ওই নাগরিকের মুক্তির বিনিময়ে তুরস্ক এন্ড্রু ব্রানসনকে মুক্তি দেবে বলে আশা করেছিলেন তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি