ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ফিলিস্তিনের সাথে যুক্তরাষ্ট্র সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪৬, ৪ সেপ্টেম্বর ২০১৮

ফিলিস্তিনের সাথে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জর্ডান। ইসরাইল নিয়ন্ত্রাধীন পশ্চিম তীরের সাথে এই যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলো দেশটি। এমনকি এ বিষয়ে কোন ধরণের আলোচনায় অংশ নিতেও নিজেদের নারাজির কথা সাফ জানিয়ে দেয় জর্ডান।

গতকাল রবিবার ফিলিস্তিন-ইজরায়েল শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে এমন এক দলের প্রতিনিধিদের সাথে আলাপকালে জর্ডানের সাথে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরকম একটি বিষয় বেশ কয়েক বছর ধরে বিবেচনা কড়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আব্বাসের এমন বক্তব্যের ঘন্টাখানেক পরেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় জর্ডান।

জর্ডান সরকারের মুখপাত্র জুমানা ঘুনেইমাত বলেন, “পশ্চিম তীরসহ ১৯৬৭ সাল থেকে ইজরায়েল নিয়ন্ত্রিত যেসব অংশের জন্য লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনিরা তা নিয়ে জর্ডান যুক্তরাষ্ট্র গঠন করতে পারে না। আর এ নিয়ে আলোচনাও হবে না”।

জুমানা ঘুনেইমাত আরও বলেন যে, “এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য জর্ডান সবসময়ই ‘ফিলিস্তিন-ইজরায়েল দ্বিরাষ্ট্রীয়’ ব্যবস্থার কথা বলে আসছে। এখানে জর্ডানের কোন সম্পৃক্ততা থাকার কথা কখনোই আলোচনা হয়নি। এটাই স্থির এবং পরিষ্কার”।

তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ বলেন, “১৯৮৪ সাল থেকেই যুক্তরাষ্ট্রীয় সরকারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়ে আসছে”। তবে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, জর্ডানের সাথে কোন ভবিষ্যৎ চুক্তি হলেও তাঁর ভিত্তি হবে ‘দ্বিরাষ্ট্র নীতি’।

যা বলেছিলেন আব্বাস

ফিলিস্তিন-ইজরায়েল ইস্যুতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে এমন একটি সংগঠন পিস নাউ। পিস নাউ এর প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে মাহমুদ আব্বাস হোয়াইট হাউজ প্রতিনিধিদের সাথে কী কথা হয়েছে তা তুলে ধরেন। পিস নাউ এর মতে, “মাহমুদ আব্বাস বলেছেন, ‘আমি তাদেরকে (মার্কিন প্রতিনিধি) বলেছি যে, ইজরায়েল ও জর্ডানকে নিয়ে এক ত্রিমুখী রাষ্ট্র গঠনে আমি আগ্রহী। আমি (মাহমুদ) তাদেরকে জিজ্ঞেস করেছি যে, ইজরায়েল কী রাজি হবে”।

সূত্রঃ টাইমস অব ইজরায়েল

//এস এইচ এস//

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি