উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু বিজ্ঞানীর মৃত্যু
প্রকাশিত : ১৯:১২, ৪ সেপ্টেম্বর ২০১৮
উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু বিজ্ঞানী জু কিউ চ্যাং আর নেই। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ৮৯ বছর বয়সী চ্যাং ‘প্যানসিটোপেনিয়া’য় আক্রান্ত হয়ে গতকাল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
দেশটির পরমাণু স্থাপনাগুলোতে অবদান রাখায় যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা বলবৎ রেখেছিল। কেসিএনএ আজ (মঙ্গলবার) জানিয়েছে, ‘প্রফেসর’ জু কিউ চ্যাং রক্তের জটিল রোগ ‘প্যানসিটোপেনিয়া’য় আক্রান্ত হয়ে গতকাল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
জু এক সময় উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশটির পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা ও উন্নয়নের কাজ তদারকি করে এই মন্ত্রণালয়। ২০১৩ সালে মার্কিন অর্থ বিভাগ উত্তর কোরিয়ার যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল জু ছিলেন তাদের অন্যতম।
সূত্র: সিবিএস নিউজ
এমজে/
আরও পড়ুন