ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নেহেরুর ডাক্তার ছিলেন পাক প্রেসিডেন্টের বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ৫ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে ভারতের এক অন্যরকমের যোগসূত্র রয়েছে৷ আর এই তথ্য তাঁর দলের ওয়েবসাইটে উঠে আসে৷ জানা যায়, তার বাবা হবিব-উর-রেহমান-এলাহি-আলভি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ডেন্টিস্ট ছিলেন৷ আর সে সুবাধেই নেহেরুর সঙ্গে একটা অন্য রকম যোগসূত্র রয়েছে তার, এমনটাই জানা গেছে।

প্রসঙ্গত, আলভি পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের খুবই ঘনিষ্ঠ৷ এবং পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন৷ তিনিই এবার পাক প্রেসিডেন্ট হওয়ায় তাকে শুভেচ্ছা জানান ইমরান খান৷ আরিফ নিজেও একজন ডেন্টিস্ট৷ মঙ্গলবার প্রেসিডেন্ট পদের দৌড়ে অন্য দুজনকে পিছনে ফেলে জয়ী হন আরিফ আলভি৷

জানা গেছে, মঙ্গলবার পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডা. আরিফুর রেহমান আলভি।

দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট আলভিও৷ তিনি বলেছেন দেশের দরিদ্র মানুষের হয়ে কাজ করবেন তিনি৷ দরিদ্রদের উন্নতি সাধনের চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি৷ এছাড়াও, দলের প্রধান ইমরান খানকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন আলভি৷ এত বড় দায়িত্ব দেওয়ার জন্য তিনি নিজের শ্রদ্ধা প্রকাশ করেছেন৷

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি