ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ৬ সেপ্টেম্বর ২০১৮

সরকার পতনের জন্য বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। আর এর নেতৃত্ব দিচ্ছে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। বুধবার সরকার বিরোধী এ বিক্ষোভে দেশটির কলোম্বোতে হাজার হাজার মানুষ নেমে আসে রাজপথে।  

বিক্ষোভকারীদের দাবি, জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন সিরিসেনা সরকার। রাষ্ট্রীয় দুর্নীতি এবং বিদেশিদের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগ তোলা হয়েছে সরকারের বিরুদ্ধে। বেশ কয়েকটি এলাকায় প্ল্যাকার্ড হাতে সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয় আন্দোলনকারীরা। পরে প্রেসিডেন্ট ভবনের সামনে অবস্থান নেয় তারা।

তিন বছর আগে মাহিন্দা রাজাপাকসেকে হারিয়ে দেশটির ক্ষমতায় আসেন সিরিসেনা। তার জয়ে নতুন সুযোগের প্রত্যাশা করেছিল দক্ষিণ এশিয়ার দেশটি। তবে দুর্নীতিসহ নানা অভিযোগে দ্রুত জনপ্রিয়তা হারায় ক্ষমতাসীনরা।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি