ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৭ সেপ্টেম্বর ২০১৮

ব্রাজিলের নির্বাচনে এক প্রেসিডেন্ট প্রার্থীকে ছুরি মেরে আহত করা হয়েছে। নিজ নির্বাচনের প্রচারের সময় ডানপন্থি এ প্রার্থীকে তার কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যেই ছুরি মারা হয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিবিসি জানিয়েছে, কট্টর ডানপন্থি দল সোশাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত হলেও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল।

বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে ভোটের প্রচারের সময় বোলসোনারো হামলার শিকার হন।

চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, বোলসোনারোর পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

আগামী মাসে ব্রিাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সাবেক প্রেসেডন্ট লুলা ডি সিলভা অংশ নিতে না পারলে বিজয় হতে পারেন জেয়ার বলসোনারো।

এসি

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি