উন্মুক্ত হলো ৪ হাজার বছরের পুরোনো সমাধিক্ষেত্র
প্রকাশিত : ১৭:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৮
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা পিরামিড কমপ্লেক্সে অবস্থিত প্রায় ৪ হাজার বছরের পুরনো একটি সমাধিক্ষেত্র উন্মুক্ত করা হয়েছে।জনসাধারণের জন্য ‘মেহু’নামের এই ঐতিহাসিক নিদর্শনটি প্রথমবারের মতো খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সমাধিক্ষেত্রটি মেহু নামের একজন উচ্চপদস্থ রাজ-কর্মকর্তার। এটি১৯৪০সালে মিসরীয় প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ জকি সাদ আবিষ্কার করেন। সমাধির দেয়ালটি শিকার, রীতিযজ্ঞ এবং দুটি কুমিরের বিবাহের মতো বিভিন্ন চিত্রকর্ম দ্বারা সুশোভিত। এখানে মেহুর পুত্র মেরেন রা এবং দৌহিত্র হেতেব খাঁ এর সমাধিও রয়েছে।
প্রসঙ্গত, মিসরীয় রাজা পেপির রাজনৈতিক উপদেষ্টা এবং প্রধান বিচারপতি ছিলেন মেহু। তিনি এই প্রাসাদটির পরিচালকও ছিলেন।
সূত্র: গ্লোবাল নিউজ
টিআর/
আরও পড়ুন