ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মুরসিসহ ব্রাদারহুড নেতাদের সম্পদ বাজেয়াপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

 

ক্ষমতা গ্রহণের পর থেকেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের লোকজনকে নানাভাবে হেনস্থা করছেন মিশরের সেনাশাসক আবদেল ফাত্তাহ আল সিসি। বিচারবিভাগকে ব্যবহার করে এরইমধ্যে হাজার হাজার ব্রাদারহুড নেতাকর্মীর মৃত্যুদণ্ড দিয়েছে সিসি। এবার দেশটিতে প্রথমবারের মতো নির্বাচিত ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসি তার দল মুসলিম ব্রাদারহুডের যাবতীয় সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

জানা গেছে, ব্রাদারহুড নেতাকর্মীদের ব্যক্তিগত সম্পদ, কোম্পানি, গণমাধ্যম, হাসপাতাল এবং জনকল্যাণ সংস্থা। মিসরের সন্ত্রাসী সংগঠনের সম্পদ সংরক্ষণ কমিটি জানিয়েছে, তারা ব্রাদারহুডের ১৫৮৯ জনের সম্পদ, ১১৮ কোম্পানি, ১১৩৩ জনকল্যাণ সংস্থা, ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৬৯ হাসপাতাল, ৩৩ ইলেক্ট্রনিক সংবাদপত্র এবং একটি স্যাটেলাইট চ্যানেল জব্দ করেছে।

তবে সম্পদের পরিমাণ এবং অর্থের বিষয়ে কিছু জানানো হয়নি। সংরক্ষণ কমিটি যাদের নাম উল্লেখ করেছে তারা হলেন- সাবেক প্রেসিডেন্ট মুরসি ও তার পরিবার, ইখওয়ানের চেয়ারম্যান মুহাম্মাদ বদি, ভাইস চেয়ারম্যান খাইরাত শাতির, ইউসুফ কারজাভি, মুহাম্মাদ বেলতাজি এবং সাদ কাতানি।


সূত্র: আলজাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি