ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কফি আনান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। নিজ দেশ ঘানার আক্রার সামরিক সমাধি ক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার ছিল তার শেষকৃত্য অনুষ্ঠান।

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, দেশটির প্রধানমন্ত্রী, আফ্রিকার বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক কূটনীতিকরা। পরিবার-স্বজন ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় ছয় হাজার মানুষ ছিলেন শেষ বিদায়ে।

উল্লেখ্য, ১৮ আগস্ট সুইজারল্যান্ডের একটি হাসপাতালে ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই নোবেল জয়ী। কফি আনান ছিলেন জাতিসংঘ মহাসচিবের দ্বায়িত্ব পালনকারী প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান। ১৯৯৭ সাল থেকে ২০০৬ পর্যন্ত দুই মেয়াদে দ্বায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও দ্বায়িত্ব পালন করেন তিনি। জড়িত ছিলেন মিয়ানমারে রোহিঙ্গা নিধনসহ বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমধান প্রক্রিয়ায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি