ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মেয়ের জন্য ১২ জন পরিচারক নিয়োগ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১৪ সেপ্টেম্বর ২০১৮

মেয়েকে কে না ভালবাসে। মেয়ের ভাল থাকা মন্দ থাকা এ সব নিয়ে বাবা-মা বিশেষ করে বাবা সব সময় চিন্তিত। ভারতীয় বাবা হলে তো কথায় নেই। মেয়ে যে ‘হৃদয়ের টুকরা’ তাই তার নিরাপত্তা, সুবিধা অসুবিধা এ সবে একদম খামতি রাখতে চান না সে দেশের বাবারা। সে দেশে থাকলে ভারতীয় জনকদের মূল দুঃশ্চিন্তা মেয়ের নিরাপত্তা। কারণ সে দেশের বড় শহরগুলোতেও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত নয়। বিদেশে অবশ্য নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা নেই। কিন্তু বিদেশে থাকলে অন্য চিন্তা। মেয়েটা ঠিকমতো খেল তো? সময়মতো ঘুমাতে গেল তো? কোনও সমস্যা হল না তো?

এই সব দুঃশ্চিন্তা দূর করতে এক ভারতীয় বাবা যা করলেন তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। মেয়ে পড়াশোনার জন্য কয়েক বছর কাটাবে ব্রিটেনে। তাই মেয়ের জন্য রীতিমতো একটি ম্যানশন কিনে ফেললেন এই ভারতীয় ধনকুবের। কিন্তু খালি ম্যানসন কিনলে তো আর চলে না, ভারতীয় খাবার না খেতে পেলে মেয়ের আবার পেট ভরে না। তাই ব্রিটেনে মেয়ের যত্ন-আত্তিরের জন্য মোট ১২ জন ‘বিলিতি চাকর’ ভাড়া করার বিজ্ঞাপন দিলেন ভারতীয় ধনকুবের। ইংল্যান্ডের বিখ্যাত দৈনিক ‘দ্য সান’ এ ওই ভারতীয় ধনকুবের মেয়ের জন্য ১২ জন চাকরের বিজ্ঞাপন দিয়েছেন। কেউ মেয়ের জন্য রান্না করবেন, কেউ মেয়ের জন্য বাজার করবেন। কেউ জামা কাপড় কাচবেন। একজন চাকরের নাকি কাজই হল মেয়েকে সময়মতো ঘুম থেকে তোলা এবং ঘুম পাড়ানো।

আর এই ১২ জন বিলেতি চাকরের জন্য ওই ভারতীয় ধনকুবেরের কত টাকা খরচ হচ্ছে জানেন। না খুব বেশি নয়, মাসে মোটে ২৮ লাখের মতো। এই টাকায় একজন ভারতীয় ছাত্রের সারা জীবনের পড়াশোনার খরচ হয়ে যেতে পারে। এই খবর প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা ওই ভারতীয় ধনকুবেরকে কটাক্ষে বিঁধছেন। কেউ কেউ বলছেন, এত ঝক্কি না করে, পুরো কলেজটাকেই তো ভারতে নিয়ে চলে আসতে পারতেন।

সূত্র: সংবাদ প্রতিদিন

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি