ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে শক্তিশালী হ্যারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৫ লাখ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যে হারিকেন ফ্লোরেন্স আঘাত হেনেছে। এরই মধ্যে প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি যোগ হওয়ায় অঙ্গরাজ্যটিতে বন্যার সৃষ্টি হয়েছে। উত্তর ক্যারোলিনার পূর্বাঞ্চলীয় অঞ্চলে ৯০ মাইল বেগে হ্যারিকেনটি আঘাত হানে।

বৃষ্টির সঙ্গে সমুদ্রের পানির উচ্চতা বাড়তে থাকায় উপকূলীয় অঞ্চলে মহাদুর্যোগ নেমে এসেছে। শত শত লোক নিরাপদ জায়গায় পৌঁছানোর আশায় অপেক্ষার প্রহর গুনছেন। প্রায় ১০ লাখেরও বেশি লোককে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এরইমধ্যে ৫ লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উত্তর ক্যারোলাইনার নিউ বার্ন শহরে শতাধিক ব্যক্তিকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। তবে পরিস্থিতি খারাপ এবং পানি বেড়ে যাওয়ায় আরও ১৫০ লোককে উদ্ধার করা যায়নি। নিউ বার্নের বাসিন্দা পেগি পেরি তার তিনজন আত্মীয়ের সঙ্গে বাড়িতে আটকা পড়েছিলেন। তিনি বলেন, মুহূর্তের মধ্যে আমার বাড়িতে কোমর সমান পানি উঠে যায়। এখন এটি বুক সমান। আমরা এখন চিলেকোঠায় আটকা পড়েছি।
পরে অবশ্য পেরি ও তার তিন আত্মীয়কে উদ্ধার করা হয়েছে।

সূত্র: বিবিসি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি