ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫০ হাজার বছরের আগের নেকড়ে! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কানাডার উত্তরাঞ্চলে প্রায় ৫০ হাজার বছর আগে পৃথিবীতে বিচরণ করত এমন দুটি প্রাণীর মমিকৃত দেহের সন্ধান পাওয়া গেছে। উদ্ধারকৃত প্রাণীগুলো হলো নেকড়ে ও কারিবুর।    

প্রায় দুই বছর আগে ইউকন এলাকার ডসন শহরের কাছে খনি শ্রমিকরা এ নেকড়ে ও কারিবুর দেহাবশেষের সন্ধান পান। উদ্ধারের সময় মমিতে পরিণত হওয়া প্রাণী দুটোর চুল, চামড়া ও পেশির টিস্যু অক্ষত ছিল সংশ্লিষ্টরা জানিয়েছেন। ২০১৬ সালে উদ্ধারকৃত এই প্রাণী দুটির দেহাবশেষ ডসন শহরে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।

বিজ্ঞানীরা আশা প্রকাশ করে বলেন, এই প্রাণী দুটির দেহাবশেষগুলো নিয়ে গবেষণায় ৫০ হাজার বছর আগেকার বরফ যুগে ওই এলাকার জীবনযাত্রা সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া যাবে।

মমিতে পরিণত হওয়া এ দুটো প্রাণীর দেহাবশেষই সবচেয়ে পুরনো বলে ধারণা করছে বিজ্ঞানীরা। বিশেষ করে এত পুরনো স্তন্যপায়ী প্রাণীর কোমল টিস্যুর সন্ধান এটিই প্রথম।

এমএইচ/এসি    

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি