ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচজন বহনক্ষম গাড়িতে ১৮জন! [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রতিদিন যানজটে যাত্রী বোঝাই বাসের কষ্টের দীর্ঘশ্বাস অফিসে এসে উগরে দিই আমরা। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিওটি ভাইরাল হয়েছে, যা দেখে প্রতিদিনের দুঃখ ভুলে যাবেন অনেকেই।

এ ভিডিওটিতে দেখা গেছে, মাত্র ৫ জন বহনক্ষম একটি প্রাইভেটকার হতে বের হচ্ছে গুনেগুনে ১৮ জন! এমন ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্রে।

বিস্মিত হওয়ার মতো ভিডিওটিতে দেখা যায়, অতিরিক্ত যাত্রী বোঝাই গাড়িটিকে মহাসড়কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আর সবাইকে বের হতে বলেন তারা। এতে তারা অবাক হন যে পেছনের ৩ জন আরোহীর স্থলে একজন নারী ও এক শিশুসহ সেখান থেকে বের হচ্ছেন ১২ জন! শুধু তাই নয়, গাড়ির পেছনের ক্যারিয়ার থেকে বের হন আরও ৫ যাত্রী। ট্রাংকের ভেতরে একে অপরের ওপর সংকুচিত হয়ে শুয়েছিলেন তারা।

সামাজিক মাধ্যমে ঘটনাটিকে সার্কাস, ম্যাজিক বা হাস্যকর বলে উল্লেখ করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে শংকিত ডোমেনিকান ট্রাফিক কন্ট্রোল। দেশটির চালক ও অসচেতন নাগরিকদের এমনটা না করতে আইন করেছে তারা। কেননা এমন অত্যধিক বোঝাই করা গাড়ি দুর্ঘটনার আশংকায় সবচেয়ে বেশি। তবুও এ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এভাবে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করে যাচ্ছে সেখানকার চালকেরা।

উল্লেখ্য, এমন আরেকটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল রাশিয়ার এক শ্রমিক কারখানার। যেখানে দেখা গিয়েছিল, কারখানায় আসতে ব্যবহৃত পাঁচ আসনের পুলকার থেকে বের হচ্ছেন ১৭ জন শ্রমিক। শুধু তাই নয়, সঙ্গে ছিল তাদের বিনোদনের জন্য গিটার ও অন্যান্য সামগ্রি। এছাড়া ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় এমন একটি রেকর্ড হয়েছিল। সেখানে ২৬ জন ধারণক্ষম একটি মিনিবাসে যাত্রী নেওয়া হয়েছিল ১২৬ জন!

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি