ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিষাক্ত মদ পান

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

বিষাক্ত মদ পান করে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। নিহত ও আক্রান্তদের বেশিরভাগই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এক সংবাদ সম্মলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ জানান, রাজধানী কুয়ালালামপুর ও তার পার্শ্ববর্তী সিলানগর অঞ্চলে বিষাক্ত মদ পান করে আক্রান্ত হওয়ার ৫৭টি ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষ আরও জানায়, বেশ কিছু অ্যালকোহল ও অ্যালকোহলমিশ্রিত পানীয়ের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মাত্রাতিরিক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে। এসব সস্তা মদ একই সঙ্গে অনেক বেশি পরিমাণে প্রস্তুত করে বাজারজাত করা হয়। আর সস্তা হওয়ায় মানুষ এগুলো সংরক্ষণে আগ্রহী হয়। এ নিয়ে কর্তৃপক্ষ নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র : রয়টার্স

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি