ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

না ফেরার দেশে ভিয়েতনামের প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ২১ সেপ্টেম্বর ২০১৮

না ফেরার দেশে চলে গেলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং। শুক্রবার ৬১ বছর বয়সে তিনি মারা যান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা নিশ্চিত করেছে।

ভিয়েতনামের সরকারি বার্তা সংস্থার পরিবেশিত খবরে বলা হয়, ‘প্রেসিডেন্ট ত্রান দাই ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

জানা যায়, কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন প্রেসিডেন্ট। দেশে ও বিদেশে তার চিকিৎসা চলছিল। ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন ত্রান দাই। এর আগে জননিরাপত্তা মন্ত্রী ছিলেন তিনি।

চলতি বছর ৪ মার্চ তিন দিনের সফরে বাংলাদেশে আসেন ত্রান। গত ৫ মার্চ সকাল ৮টার দিকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একটি পুষ্পস্তবক অর্পণ করেন। গত ১৪ বছরে এটিই ছিল ভিয়েতনামের কোনও প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। সফরে কয়েকটি চুক্তিও হয় দুই দেশের মধ্যে।

কেআই/একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি