ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সৌদি আরবের প্রথম নারী সংবাদ পাঠিকা উইয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০১৮

পরিবর্তনের হাওয়া লাগা সৌদি আরবে প্রথমবারের মতো রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে কোন নারীকে সংবাদ উপস্থাপনা করতে দেখা গেছে। উপস্থাপিকার নাম উইয়াম আল দাখিল। গত বৃহস্পতিবার একজন পুরুষ সহকর্মীর সঙ্গে আল সৌদিয়া টিভির সাড়ে নয়টার নিউজ বুলেটিন পড়তে দেখা যায় এই নারীকে।

সৌদি আরবেরর মতো রক্ষণশীল রাষ্ট্রে এই প্রথম কোন নারীকে সংবাদ পড়তে দেখা গেছে। যা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আলোচনার ঝড় উঠেছে। অনেকেই এটি দেশটির বড় অর্জন বলেও মনে করছে।

আল দাখিল এর আগে সিএনবিসি আরাবিয়ার রিপোর্টার এবং বাহরাইনভিত্তিক আল-আরব নিউজ চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন।

আল সৌদিয়া টিভি আগে সৌদি টিভি চ্যানেল নামে পরিচিত ছিল। রাষ্ট্রীয় মালিকাধীন এই টিভি চ্যানেলটি সৌদির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় পরিচালনা করে। তবে সম্প্রতি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’সহ সৌদি সরকারের বিভিন্ন পদক্ষেপকে হাইলাট করে এটিকে নতুনভাবে আল সৌদিয়া টিভি নামে চালু করা হয়।

সৌদি যুবরাজের এই ‘ভিশন ২০৩০’ অর্জনের লক্ষ্যে দেশটির নারীরা এখন গাড়ি চালানো, স্টেডিয়ামে বসে খেলা দেখা এবং চাকরি করার অনুমতি পেয়েছেন। এছাড়া চলতি দশক শেষ হওয়ার আগে চাকরিতে নারীদের সংখ্যা এক তৃতীয়াংশ করার পরিকল্পনা রয়েছে যুবরাজ মোহাম্মদের।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি