ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘রক্তক্ষয়ী প্রতিশোধ নেব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ২৪ সেপ্টেম্বর ২০১৮

ইরানের আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজে বর্বর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রক্তক্ষীয় ও অবিস্মরণীয় প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

গতকাল রোববার এক বিবৃতিতে আইআরজিসি এ অঙ্গীকার ব্যক্ত করে।পাশাপাশি হামলায় হতাহতদের প্রতি সমবেদনাও জানিয়েছে বাহিনীটি।

আইআরজিসি বলেছে, শত্রুর এ ধরনের অপরাধ ইসলামি প্রজাতন্ত্র ইরানের কঠোর অবস্থানকে নড়বড়ে করতে পারবে না এবং ইরানের জনগণ ইসলামি বিপ্লবের মহান আদর্শের প্রতি অবিচল থাকবে।

আহওয়াজ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য আইআরজিসি কোনো প্রচেষ্টা বাদ দেবে না বলেও অঙ্গীকার ব্যক্ত করেছে।

তারা আরো বলেছে, বিশ্বের নিষ্ঠুর বলদর্পী শক্তিগুলো ও তাদের আঞ্চলিক প্রতিক্রিয়াশীল সরকারগুলো আহওয়াজ হামলার মাধ্যমে স্পষ্ট করেছে যে, ইরানের ভেতরে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা চালাবে না। এমনকি তারা নারী-শিশুসহ নিরাপরাধ লোকজনের ওপর হামলা করতেও দ্বিধা করবে না।

সূত্র : পার্সটুডে

এমএইচ/   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি