ভারতে ‘গণেশ’ বিসর্জন দিতে গিয়ে প্রাণ গেল ১৮ জনের
প্রকাশিত : ১২:১১, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:১৪, ২৫ সেপ্টেম্বর ২০১৮
ভারতের মহারাষ্ট্র রাজ্যে গণেশ পূজা উৎসব শেষে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে ১৮ জনের মৃত্যু হয়েছে। গত রোববার ছিল এ বিসর্জন উৎসবের চূড়ান্ত দিন। উৎসবের বিসর্জন শুরুর পর ওই প্রাণহানির ঘটনা ঘটে।
গতকাল সোমবার বিকাল পর্যন্ত মুম্বাইয়ের ভান্ডপে একজন, পুনেতে চারজন, রতনগিরিতে তিনজন, জালনায় তিনজন, ভানদারায় দুইজন, সাতারায় দুইজন এবং নানদেদ, বুলধানা ও আহমেদনগরে একজন করে ডুবে মারা যায়।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর এ উৎসব শুরু হয়। নিয়ম অনুযায়ী গণেশ ভক্তরা নেচেগেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুঁয়া, কৃত্রিম ট্যাংক ও অন্যান্য জলাশয়ে বিসর্জন দেয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
একে//
আরও পড়ুন