ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘ইসরায়েল মুসলমানদের প্রথম কেবলা মুছে দিতে চায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮

‘ইহুদিবাদী ইসরায়েল মুসলমানদের দুর্বলতা ও অনৈক্যকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। এর মাধ্যমে তারা মুসলমানদের প্রথম কেবলাকে মানুষের মন থেকে মুছে দিতে চায়।’ এ কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

নিউ ইয়র্কে সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এ বক্তব্য রাখেন তিনি।

ইহুদিবাদের সমালোচনা করে জাতিসংঘের সংস্কার চেয়ে এ সময় জোরালো বক্তব্য রাখেন এরদোয়ান।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য মানেই গোটা বিশ্ব নয়। বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ১৯৪টি দেশেরই নিরাপত্তা পরিষদে একই ধরনের অধিকার থাকা উচিত।

বক্তব্যে তিনি জাতিসংঘের কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সূত্র : গ্রিক সিটি টাইমস

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি