ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

না ফেরার দেশে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮

মারা গেলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি সাবাহ জব্বার হাদি। মঙ্গলবার ইরাকের সর্বোচ্চ লম্বা এই ব্যক্তিটি ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। থাইরয়েড সার্জারির জন্য তাকে ভারতে আনা হয়েছিল। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাবাহ জব্বার হাদিম ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তার উচ্চতা ৭.৯৪ ফুট (২.৪২ মিটার)। ইরাকের সংবাদমাধ্যম সূত্রে এসব তথ্য জানা যায়।

অধিক লম্বা হওয়ার কারণে তিনি বিয়েও করতে পারেননি। কারণ তার উচ্চতার কারণে সব মেয়েই তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার পরিবার আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু আমার জন্য অন্তত সাড়ে ৬ ফুট উচ্চতার একজন মেয়ে তারা জোগাড় করতে পারেননি।

গ্রিনেজ বুকের রেকর্ড অনুযায়ী সবচেয়ে লম্বা ব্যক্তি হলেন সুলতান কোচেন। তার উচ্চতা ৮.২ ফুট।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি