ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়াকে এস-৩০০ দিয়ে মারাত্মক ভুল করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে রাশিয়া  মারাত্মক ভুল করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো বিষয়ে মন্তব্য করতে গিয়ে সম্প্রতি তিনি এ কথা করেন। 

বোল্টন বলেন, সিরিয়াকে এস-৩০০ দেওয়ার বিষয়ে যে খবর শুনছি তা যদি সত্যি হয় তাহলে মস্কোর তা পুনর্বিবেচনা করা উচিৎ।

আগামী কয়েক দিনের মধ্যে সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে বলে জানায় সিরিয়া।

গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার আকাশে ইসরাইলের বিমান বাহিনীর তৎপরতার কারণে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর মস্কো সিরিয়াকে এস-৩০০ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিমান ধ্বংসের জন্য ইসরাইলকে দায়ী করেছে রাশিয়া। তবে বোল্টন বলেন, ‘ইরানি সেনাদের আগ্রাসী আচরণ’থেকে ইসরাইলি সেনারা নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে। নিজেকে রক্ষা করার বৈধ অধিকার রয়েছে ইসরাইলের।

 

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

 

এমএইচ/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি