ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া
প্রকাশিত : ১৯:২৯, ২৮ সেপ্টেম্বর ২০১৮
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ ইন্দোনেশিয়ায় ফের কয়েকটি ধারাবাহিক ভূমিকম্প আঘাত হেনেছে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালীটির ছিল ৬ দশমিক ১ মাত্রার যা পালু শহরের অদূরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানায়।
সংস্থাটি বলছে, পালু শহরের ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রের ১৮ দশমিক ১ কিলোমিটার গভীরে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ৬.১ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে।
এরপর পালুর ৭৭ কিলোমিটার উত্তর-পূর্বে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে তৃতীয় ভূমিপকম্পটি ৫৭ কিলোমিটার উত্তরে ৪ দশমিক ৯ মাত্রার কম্পন অনুভূত হয়। তবে এসব ভূমিকম্পে কেউ আহত হওয়ার কথা এখনো জানা যায়নি।
এ ভূমিকম্পের প্রায় এক মাস আগে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষ নিহত হন।
সূত্র: এবিসি নিউজ।
এমএইচ/এসএইচ/
আরও পড়ুন