‘বায়তুল মুকাদ্দাস ছাড়া ইসরাইলের সঙ্গে শান্তি নয়’
প্রকাশিত : ২০:০২, ২৮ সেপ্টেম্বর ২০১৮
বায়তুল মুকাদ্দাসের পূর্ব অংশকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করা ছাড়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনিরের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে মাহমুদ আব্বাস এ কথা বলেছেন।
ভাষণের শুরুতেই মাহমুদ আব্বাস বলেন, “বায়তুল মুকাদ্দাস বিক্রির জন্য নয়”। তার এ বক্তব্যের প্রতি উপস্থিত বিশ্ব নেতারা স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।
মাহমুদ আব্বাস বলেন, বর্তমান ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের আগের সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ নষ্ট করেছে।
এসময় বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সহায়তা বাতিল এবং ওয়াশিংটনে পিএলও’র কূটনৈতিক মিশন বন্ধ করে দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান মাহমুদ আব্বাস।
তিনি জোর দিয়ে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া কোনো শান্তি আসবে না এবং পূর্ব বায়তুল মুকাদ্দাসের কিছু স্থান নয় বরং পবিত্র সমস্ত স্থাপনা থাকতে হবে ফিলিস্তিনের নিয়ন্ত্রণে।
সূত্র: পার্সটুডে।
এমএইচ/এসএইচ/
আরও পড়ুন