ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিশ্ব কি হত্যাযজ্ঞ দেখবে, কিছুই করবে না: জাতিসংঘে মাহাথির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২৯ সেপ্টেম্বর ২০১৮

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সরকারি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের কড়া সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

স্থানীয় সময় গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।

এসময় তিনি রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞ সম্পর্কে বলেন, পুরো দুনিয়া কী নীরব দর্শক হয়ে বসে বসে একটি হত্যাযজ্ঞ দেখবে এবং কিছুই করবে না?

মাহাথির বলেন, ‘মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ১০ লাখ শরণার্থী পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

এরমধ্যে অনেকে আবার গভীর সমুদ্রে ডুবে মৃত্যু বরণ করেছেন। বেঁচে থাকা লোকজনের ঠাঁই হয়েছে খাবার, পানি কিংবা স্যানিটেশনের সুবিধাবিহীন অস্থায়ী শিবিরে।

তারপরও কিভাবে নোবেলজীয় অং সান সু চি’সহ দেশটির কর্তৃপক্ষ সেখানকার পরিস্থিতি অস্বীকার করছেন।

তিনি বলেন, ‘দেশগুলো স্বাধীন। কিন্তু তার মানে কি এই যে, স্বাধীন বলেই নিজ দেশের জনগণের ওপর হত্যাযজ্ঞ চালানোর অধিকার তাদের রয়েছে!’

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি