ভারতের সঙ্গে যুদ্ধ কোনো সমাধান নয়: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৪:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮
শান্তি ফেরাতে ভারতের সঙ্গে যুদ্ধ কোনো অপশন হতে পারে না বরং আলোচনাই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
সম্প্রতি আজ-জাজিরা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পাকিস্তানের নতুন সরকার ইন্ডিয়াসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সু-সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।
এ সময় তিনি চলতি বছলের ২৬ জুলাই পাকিস্তান প্রধামন্ত্রী ইমরান খানের দেওয়া এক ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, ইমরান খান ভারতের সাথে আলোচনার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
কোরেশি বলেন, আমাদের এবং পাশ্ববর্তী দেশ ভারতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ‘পারমাণবিক শক্তি’। কিন্তু যুদ্ধ বা সামরিক পন্থা অবলম্বন কোনো সমাধান নয়। সমাধান শুধু আলোচনার মধ্যেই।
তথ্যসূত্র: ডন
এমএইচ/
আরও পড়ুন