ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক : পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১ অক্টোবর ২০১৮

ভারত হচ্ছে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক এবং কুলভূষণ যাদব তার একটি প্রমাণ। গতকাল রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এ কথা বলেন।  

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার পর কোরেশি ভারতকে সন্তাসবাদের জন্য অভিযুক্ত করেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশটি ঠুনকো অজুহাত তুলে পাকিস্তানের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

কোরেশি বলেন, ‘পাকিস্তান ও অন্য কয়েকটি দেশে ভারত সন্ত্রাসবাদ রপ্তানি করছে তার প্রমাণ হচ্ছে কুলভূষণ যাদব।’

এর একদিন আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগে পাকিস্তানের কঠোর সমালোচনা করেন। তিনি পাকিস্তানকে ‘পরশ্রীকাতর ও শঠ’ বলে মন্তব্য করেন।

পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগে কয়েক বছর আগে আটক হয়েছে ভারতীয় গুপ্তচর কূলভূষণ যাদব।

সুষমা স্বরাজের সমালোচনার কড়া জবাব দিলেও কোরেশি ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে সুসম্পর্ক রক্ষা ও সব ইস্যুতে আলোচনার জন্য ইসলামাবাদের প্রস্তুতির কথাও জানিয়েছেন।

তিনি বলেন, আঞ্চলিক শান্তির ক্ষেত্রে কাশ্মির হচ্ছে সবচেয়ে বড় বাধা। ভারতীয় বাহিনী সাত দশক ধরে কাশ্মিরি জনগণের ওপর বর্বরতা চালাচ্ছে।

কোরেশি বলেন, ‘পাকিস্তানের ধৈর্যের পরীক্ষা নেওয়া ভারতের উচিত হবে না। ভারতীয় আগ্রাসনের আমরা জবাব দেব।’

তিনি ভারতকে সতর্ক করে বলেন, সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় কোনো রকমের ভুল করলে পাকিস্তানের পক্ষ থেকে কঠিন প্রতিশোধের মুখে পড়তে হবে। 

সূত্র : পার্সটুডে

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি