ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

তামিমিকে সংবর্ধনা দিল রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৩৮, ১ অক্টোবর ২০১৮

স্পেনিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ফিলিস্তিনের অধিকার কর্মী আহেদ তামিমিতে সংবর্ধনা দিয়েছে। শনিবার তামিমিকে স্পেনীয় রাজধানী সান্তিটিয়াগো বার্নাবো স্টেডিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।

ওই স্টেডিয়ামে শনিবার তামিমিকে সাবেক স্টাইকার ইমিলিও বুট্রেগোনো শুভেচ্ছা জানান এবং তাকে একটি ফুটবল জার্সি উপহার দেন।

তামিমি ও তারা বাবা ব্যসিম তামিমিকে ক্লাবের পক্ষ থেকে স্পেনীয় রাজধানী সান্তিটিয়াগো বার্নাবো স্টেডিয়ামে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।

এর আগে ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার প্রশংসা করে ক্লাবটি।

উল্লেখ্য, আহেদ তামিমির দুই ইসরাইলি সৈন্যকে আঘাত ও চর মারার একটি ভিডিও ভাইরাল হলে ইসরাইলি সেনাদের হাতে ২০১৭ সালের ডিসেম্বরে মাসে গ্রেফতার হন। পরে চলতি মাসের জুলাইয়ে তিনি জেল থেকে ছাড়া পান।

বর্তমানে ১৭ বছরের এই অধিকার কর্মী বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে যোগ দেওয়ার জন্য ইউরোপে অবস্থান করছেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি