নীরব মোদির ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
প্রকাশিত : ১৫:১৬, ১ অক্টোবর ২০১৮
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১২ হাজার ৬০০ হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত হিরা ব্যবসায়ী নীরব মোদীর নিউইয়র্কের বাড়ি এবং বেশ কিছু গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।
বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ৬৩৭ কোটি টাকা। এই দুর্নীতির তদন্ত করা সংস্থা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ভারতীয় কোনও তদন্ত সংস্থা বিদেশের মাটিতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এমন ঘটনা খুব বেশি নয়।
প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার অন্য অভিযুক্ত আদিত্য নানাবতির নামে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানিয়েছে কেন্দ্র।
এর আগে মার্চ মাসে ইডি নীরবের ৩৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। মুম্বইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখা থেকে হাজার হাজার কোটির দুর্নীতি হয় বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। এ ঘটনায় তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তাকে আটক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এমএইচ/
আরও পড়ুন