সীমান্তের ভূমিমাইন সরাতে শুরু করেছে দুই কোরিয়া
প্রকাশিত : ০৯:২০, ২ অক্টোবর ২০১৮
উত্তেজনা কমিয়ে আস্থা গড়ে তুলতে সীমান্ত থেকে ভূমিমাইন সরিয়ে নিতে শুরু করেছে দুই কোরিয়া।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। পানমুনজাম সীমান্ত থেকে আগামী বিশ দিনের মধ্যে সব ভূমিমাইন সরিয়ে নিতে দুপক্ষই রাজি হয়েছে।
২৫০ কিলোমিটার বেসামরিকীকরণ অঞ্চলের মধ্যে এই এলাকা হচ্ছে একমাত্র স্থান যেখানে দুই কোরিয়ার সেনারা মুখোমুখি অবস্থানে থাকে। এ এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করা রয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, গার্ড পোস্ট এবং অস্ত্রও সরিয়ে নেওয়া হবে। এ প্রক্রিয়া শেষ হলে সেনাদের কাছে আর অস্ত্র থাকবে না।
গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন পিয়ংইয়ংয়ে শীর্ষ বৈঠকে বসেন। এর অবকাশে দু দেশের মধ্যে একটি চুক্তি হয় যার আওতায় যৌথ নিরাপত্তা অঞ্চল থেকে গার্ড পোস্ট ও অস্ত্র প্রত্যাহার করা হবে।
কোরিয়া যুদ্ধের সময় এবং পরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে আট লাখের বেশি ভূমিমাইন পাতা হয়।
আরও পড়ুন