ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মুনকে কুকুর উপহার দিলেন কিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২ অক্টোবর ২০১৮

উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে একজোড়া কুকুর উপহার দিয়েছেন। শিকারি জাতের কুকুর দুটির নাম যথাক্রমে সংগাং ও গোমি। শনিবার (২৯ সেপ্টেম্বর) শিকারি জাতের এ প্রাণী দু’টি স্থানান্তর করা হয়।

দু’দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কোরিয়ার শিকারি জাতের দু’টি কুকুর উপহার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।   

গত মাসে পিয়ংইয়ংয়ে মুন ও কিমের বৈঠকে কিমের স্ত্রী রি সোল জু এ কুকুর  দুটি উপহার দেওয়ার পরামর্শ দেন বলে  দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ভবন ব্লু  হাউস এক বিবৃতিতে জানিয়েছে।  

এদিকে সিউল চিড়িয়াখানায় নেওয়ার আগে কুকুর দু’টিকে প্রাথমিকভাবে ব্লু হাউসে তোলা হয়। যাতে সবাই কুকুর দু’টিকে আদর করতে পারে।   

সূত্র: এনডিটিভি

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি