ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমর্থন না দিলে তো দুই সপ্তাহও টিকবেন না: সৌদি বাদশাকে ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:০৩, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ক্ষমতায় ‘দুই সপ্তাহও টিকতে পারবেন না’বলে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মিসিসিপির সাউথহ্যাভেনে এক সমাবেশে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেশ সৌদি আরবকে নিয়ে এ মন্তব্য করেন।

ট্রাম্প সৌদি বাদশাকে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা না দিলে তো টিকতে পারবেন না। দুই সপ্তাহও টেকা সম্ভব হবে না। তাই আপনার সামরিক বাহিনীর জন্য ব্যয় বাড়াতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা সৌদি আরবকে রক্ষা করি। আপনারা বলবেন তারা ধনী। এবং আমি ওই বাদশাকে ভালোবাসি, বাদশা সালমান। কিন্তু আমি তাকে বলেছি- ‘বাদশা, আমরা আপনাকে রক্ষা করছি, আমাদের ছাড়া আপনি সেখানে (ক্ষমতায়) হয়তো দুই সপ্তাহও টিকতে পারবেন না, আপনার সামরিক বাহিনীর জন্য আপনাকে খরচ করতে হবে।

তবে কবে সৌদি আরবের শাসনকর্তাকে তিনি এ কথা বলেছেন তা জানাননি ট্রাম্প।

ট্রাম্প চাঁচাছোলা এসব কথাবার্তা বললেও তার প্রশাসনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। মধ্যপ্রাচ্যে ইরানের উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে সৌদি আরব প্রতীরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন।

সূত্র : রয়টার্স।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি