ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্প মোনোনীত বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ : শতাধিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৮:৫৯, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিচারপতি ব্রেট কাভানাহর বিরুদ্ধে বিক্ষোভ করায় শতাধিক মার্কিন নাগরিককে আটক করেছে সেদেশের পুলিশ। গতকাল  বৃহস্পতিবার বিক্ষোভ কালে তাদেরকে আটক করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউজের হস্তক্ষেপের কারণে এ তদন্ত বাধাগ্রস্থ হয়েছে। তদন্তকারী স্বাধীনভাবে তাদের তদন্ত পরিচালনা করতে পারেনি।

এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে বলেন কাভানার চলে যাওয়ার সময় এসেছে। তাদের অধিকাংশই ছিল নারী।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে বিক্ষোভ করায় তাদেরকে আটক করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ড নামের এক অধ্যাপক বিচারক ব্রেট কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।  এরপর থেকে এ বিষয়টি সামনে চলে আসে।

এদিকে বিরোধী ডেমোক্র্যাটরা বলছেন, এই তদন্তের বস্তুনিষ্ঠতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তদন্তে কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে, কোন কোন সাক্ষীর ভাষ্য নেওয়া হবে, সে ব্যাপারে হোয়াইট হাউস সীমা বেঁধে দিয়েছিল।  কাভানার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে সম্পৃক্ত সবার সাক্ষ্য গ্রহণের বদলে মাত্র চারজন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে।

এভাবে এফবিআইয়ের হাত-পা বেঁধে দেওয়া এবং মাত্র সাত দিনের মধ্যে তদন্ত শেষ করতেই হবে—এই শর্ত জুড়ে দেওয়ায় তদন্ত ব্যহত হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি