ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘লেনদেন থেকে ডলার বাদ দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ৬ অক্টোবর ২০১৮

ইউরোপীয় কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন থেকে ডলার বাদ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানোভ। তিনি রাশিয়ার নিউজ চ্যানেল রাশা-২৪’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দেশের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভাঙার যে কোনও প্রচেষ্টায় রাশিয়া যোগ দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইউরোপের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক লেনদেনের জন্য ডলার-ভিত্তিক সুইফট ব্যবস্থার পরিবর্তে ইউরো-ভিত্তিক পৃথক লেনদেনের ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে খবর বের হওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

সম্প্রতি ইরানের কাছ থেকে তেল কেনাসহ তেহরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের জন্য ইউরোপীয় দেশগুলো এ পৃথক লেনদেনের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।

সূত্র: পার্সটুডে

এমএইচ/একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি