ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রোবট রানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ৭ অক্টোবর ২০১৮

রানী প্রথম এলিজাবেথ। ১৬০৩ সালের ২৪ মার্চ যুক্তরাজ্যের সারে কাউন্টির রিচমন্ড প্রাসাদে মারা গিয়েছিলেন তিনি। স্মৃতি হিসেবে ছিল তার ছবি ও ব্যবহার্য নানা দ্রব্য। তবে মৃত রানীকে সম্প্রতি আবার অভিনবভাবে ফিরিয়ে আনা হয়েছে। এ কাজটি করেছেন দেশটির সমকালীন শিল্পী ম্যাট কোল্লিস্য। সম্প্রতি তিনি রানী প্রথম এলিজাবেথের অ্যানিমেট্রনিক মুখের রোবট তৈরি করেছেন, যাকে বলা হচ্ছে ‘কুইনবট’।

রানীর এই রোবট মাথা প্রদর্শনীর জন্য রাখা হয়েছে তার জন্মস্থান গ্রিনউইচ শহরে তার বাসভবনে। সেখানে ১৫৮৮ সালে আঁকা রানীর বিখ্যাত প্রতিকৃতি আরমানদা পোট্রেটের ঠিক উল্টো দিকেই বসানো হয়েছে এই অ্যানিমেট্রিক মুখ। পোট্রেট ও রোবটটি দূর থেকে দেখে মনে হবে, রানী যেন আয়নায় তার প্রতিবিম্ব দেখছেন। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে দ্য মাস্ক অব ইয়ুথ।

কোল্লিস্য জানান, এই রোবটের মুখটি তৈরিতে তিনি নির্ভর করেছেন ঐতিহাসিকদের বর্ণনা, রানীর পোট্রেটের ডিজিটাল স্ক্যানের ওপর। এ ছাড়া ওয়েস্ট মিনস্টার অ্যাবির হেনরি সপ্তম চ্যাপেল দুর্গের সামনে রানীর সমাধিতে থাকা তার ভাস্কর্যও তাকে অনেক সাহায্য করেছে।

মজার ব্যাপার হচ্ছে, কোল্লিস্যর তৈরি রানীর রোবটটি মাথা নড়াচড়া করতে পারে। এমনকি চোখের মণি নাড়াচাড়াসহ ফেলতে পারে পলকও।

সূত্র: ডেইলি মেইল

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি