ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সুনামিতে ইন্দোনেশিয়ায় নিখোঁজ ৫০০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ৭ অক্টোবর ২০১৮

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির এক সপ্তাহ পর এখন পর্যন্ত নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। পালু শহরের দু’টি ধ্বংস কবলিত এলাকার প্রায় পাঁচ হাজার বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছেন। রোববার দেশটির এক কর্মকর্তা একথা জানান।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, নগরীর পেটোবো ও বেলারোয়ার স্থানীয় প্রধানদের কাছ থেকে নিখোঁজের এই হিসেব পাওয়া গেছে। সুলাওয়েসি দ্বীপে এই ধ্বংসযজ্ঞে এ পর্যন্ত ১ হাজার ৭৬৩ লাশ উদ্ধার করা হয়েছে।

সংস্থার মুখপাত্র সুটোপো পুরোও নুগ্রোহো রোববার এএফপিকে বলেন, ‘পেটোবো ও বেলারোয়ার স্থানীয় প্রধানরা জানান যে, প্রায় পাঁচ হাজার নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ তিনি বলেন, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ওইসব এলাকায় নিখোঁজের সঠিক সংখ্যা জানা খুবই কঠিন।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি