ইমরানের বিরুদ্ধে আন্দোলন চলবে: নওয়াজ
প্রকাশিত : ১২:০১, ৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:০৮, ৯ অক্টোবর ২০১৮
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ায় সিদ্ধান্ত হয়েছে।
গতকাল সোমবার পিএমএল-এন দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপস্থিতিতে দলটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় দলটির নেতারা ইমরানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ কোয়ালিশন সরকারের সমালোচনা করে বলেন, বিরোধী দলের সদস্যদের ওপর যে `রাজনৈতিক নির্যাতন` চালানো হচ্ছে তা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা আন্দোলনের মাধ্যমে তা রুখে দিতে চাই। নওয়াজ শরীফ ইমরান খানের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জেল থেকে বের হওয়ার পর এটি ছিল নওয়াজ শরীফের প্রথম কোনো রাজনৈতিক সভা। এর মাধ্যমে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হলেন।
এদিকে সোমবারের সভায় দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শাহবাজ শরীফের গ্রেফতার হওয়ার ঘটনায় নওয়াজ শরীফ বলেন, ইমরানের নির্দেশেই শাহবাজ শরীফকে গ্রেফতার করা হয়েছে।
বিরোধীদের দমন করার জন্য ইমরান খান যে আগ্রাসী নীতি পরিচালনা করছে তার তীব্র নিন্দা জানান কমিটির সদস্যরা।
সূত্র: ডন
এমএইচ/
আরও পড়ুন