‘মধ্যপ্রাচ্যেদর্শকের ভূমিকায় থাকবে না ইরান-তুরস্ক’
প্রকাশিত : ১১:১০, ১০ অক্টোবর ২০১৮
ইরান ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার কারণে দেশ দুটির ওপর যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট বলে জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি।
মঙ্গলবার তুরস্কের আনাতোলিয়ায় তুর্কি সংসদ স্পিকার বিনআলী ইলদিরিমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুই দেশের স্বার্থেই ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো দরকার।
এ সময় পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় দেশটির সমালোচনা করে বিনআলী ইলদিরিম বলেন, দুঃখজনকভাবে আমেরিকার এ সংক্রান্ত তাৎক্ষণিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। এ অবস্থায় ইরান ও তুরস্কের অনেক বড় দায়িত্ব রয়েছে। এই দুই দেশ শুধু দর্শকের ভূমিকায় থাকতে পারে না।
এ সময় তুর্কি সংসদ স্পিকার বলেন, সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটাতে তুরস্ক, ইরান ও রাশিয়া মিলে কার্যকরি পদক্ষেপ নেওয়ায় আঙ্কারা ও তেহরান বহু দিক থেকে আক্রমণের শিকার হচ্ছে। কারণ কয়েকটি দেশ ত্রিদেশীয় এ প্রচেষ্টায় অসন্তুষ্ট।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। দুই দেশের সংসদও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে।
সূত্র: পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন