ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

স্থূলতা সমস্যা

এক-তৃতীয়াংশ মার্কিনী সেনাবাহিনীতে ভর্তির অযোগ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ১২ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:০৯, ১২ অক্টোবর ২০১৮

 

যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ তরুণ-তরুণী স্থুলতায় ভোগার কারণে দেশটির সেনাবাহিনীতে ভর্তি হওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে- এ অবস্থা থেকে উত্তরণের জন্য পেন্টাগনের কর্মকর্তাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

 প্রতিবেদনে বলা হয়েছে যে, শতকরা প্রায় ৩১ ভাগ ছেলে ও মেয়ে শারীরিকভাবে স্থূল হওয়ার জন্য সেনাবাহিনীতে তাদের চাকরি করার যোগ্যতা নেই। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৭ থেকে ২৪ বছর বয়সী শতকরা ৭১ ভাগ ছেলে-মেয়ে মার্কিন সামরিক বাহিনীর বর্তমান নিয়োগ শর্ত পূরণ করতে অক্ষম।

এ কারণে চলতি বছর মার্কিন সেনাবাহিনীতে যে ৭০ হাজার লোক নেওয়ার লক্ষ্য ছিল তা থেকে সাড়ে ছয় হাজার লোক কম নেওয়া হয়েছে।

জরিপ পরিচালনাকারী সংস্থার কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল স্যামুয়েল এবেসেন বলেন, ‘যারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কাজ করতে চায় তাদেরকে মানসম্মতভাবে প্রস্তুত করাটা খুবই জরুরি।’

এদিকে জরিপে দেখা যায়, সবচেয়ে বেশি স্থুলতায় ভুগছে আমেরিকার মিসিসিপি, লুইজিয়ানা ও কলাম্বিয়া অঙ্গরাজ্যের ছেলে-মেয়েরা।এসব অঙ্গরাজ্যের শতকরা ৭৫ থেকে ৭৮ ভাগ ছেলে-মেয়ে সেনাবাহিনীতে চাকরি করার অযোগ্য।  

সূত্র: পার্সটুডে

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি