ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাইকেলের আঘাতে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:২৮, ১২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে ‘অকল্পনীয় ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর রিক স্কট।

তিনি বলেন, ‘অনেক পরিবার তাদের সব কিছু হারিয়েছে। অনেকে তাদের জীবন হারিয়েছে।’

এই ঘূর্ণিঝড়ের আঘাতে ফ্লোরিডার ওই অঞ্চলের অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, অনেক গাছ ভেঙ্গে গেছে এবং বিদ্যুৎ সরবারাহ বন্ধ হয়ে  গেছে। বুধবার ঘূর্ণিঝড় মাইকেল ওই অঙ্গরাজ্যে আঘাত হানে। 

ঘূর্ণিঝড়ের আঘাতে এই পর্যন্ত ছয় জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ঘূর্ণিঝড়ের আগে শতর্ক বার্তা হিসেবে ফ্লোরিডার ৩ লাখ ৭০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সড়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু অনেকেই তাদের এই শতর্ক বার্তা অনুসরণ করেননি।  

গভর্ণর স্কট বলেন, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ১০ টি মিশন চালিয়ে ২৭ জন লোককে রক্ষা করতে সক্ষম হয়েছে।

গভর্নর রিক স্কট ফ্লোরিডা অঙ্গরাজ্যের লোকদের শতর্ক করে দিয়ে বলেন, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবস্থার পরিবর্তন না হলে কেউ বাসস্থানে ফিরবেন না।

সূত্র : বিবিসি

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি