‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোটা বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে’
প্রকাশিত : ০৯:০৬, ১৫ অক্টোবর ২০১৮
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোটা বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে এবং ইরান বিরোধী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিশ্বের কোনো দেশ তাদেরকে সহযোগিতা করছে না।
রোববার রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম নগরীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি এ মন্তব্য করেন।
জেনারেল সালামি বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের রাজনৈতিক আলোচনায় ইরান একটি প্রধান অংশ দখল করে আছে। তিনি আরো বলেন, এই মূহুর্তে যুক্তরাষ্ট্র একঘরে অবস্থায় রয়েছে এবং অদূর ভবিষ্যতে একে একে নিজের মিত্র হারাতে থাকবে ওয়াশিংটন।
শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়িয়ে ইরানের জনগণ তাদের শত্রুদের পরাজিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের শত্রুদের মোকাবিলা করার জন্য দেশের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
যুক্তরাষ্ট্রের পক্ষে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন জেনারেল সালামি বলেন, সারাবিশ্বের নির্যাতিত মানুষ ইরানকে আদর্শ হিসেবে গ্রহণ করে আগ্রাসী ও জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র : পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন