ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিজেপির ওয়েবসাইট হ্যাক: লেখা ‘পাকিস্তান জিন্দাবাদ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১৬ অক্টোবর ২০১৮

বিজেপির গোয়া ইউনিটের একটি পুরনো ওয়েবসাইট হ্যাক হয়েছে। হ্যাকার সেই ওয়েবসাইট হ্যাক করে সেখানে পাকিস্তান জিন্দাবাদ কথাটি লিখে দিয়েছে বলে জানানো হয়েছে৷

সোমবার এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। তবে বিজেপির আই-টি সেলের পক্ষ থেকে বলা হয়, যেটি হ্যাক হয়েছে সেটি পুরনো ওয়েবসাইট৷ নতুনটিতে অ্যান্টি-হ্যাকিং সিকিওরিটি করা রয়েছে৷

বিজেপি গোয়া জেনারেল সেক্রেটারি সদানন্দ তনাভাড়ে অবশ্য এই হ্যাকিং সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তুলে ধরতে চাননি৷ এমনকি দলের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয়নি৷

পাকিস্তানি কোনও হ্যাকিং গ্রুপ এর সঙ্গে জড়িত কি-না তাও স্পষ্ট নয়৷ দলের সদস্যরা ওয়েবসাইটটিকে রিস্টোর করার চেষ্টা চালাচ্ছে।

তথ্যসূত্র: কলকাতা ২৪×৭

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি